ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

 

মোনায়েম খান নেত্রকোণা : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোণায় শুরু হয়েছে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে সোমবার সকালে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিনেষ সোম। মেলায় সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি স্টল স্থান পেয়েছে।পরে মেলা প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা বলেন , প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন ,উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত হ্রাস করে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াসহ সমৃদ্ধ, টেকসই ,জ্ঞানভিক্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষেই এই মেলার আয়োজন।