রৌমারীতে ভিডব্লিউবি চক্রে আবেদন চলছে

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা :  রৌমারীতে দুস্থ, অসহায় মহিলাদের ভিডব্লিউবি খাদ্য সহায়তা কর্মসুচির তালিকা অন্তভূক্তি করণের কাজ চলছে। ২০২৩-২৪ দুই বছর মেয়াদি চলতি মাসের ১২নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত অন লাইন কার্যক্রম চলবে। রৌমারীতে ৬টি ইউনিয়নে ৩ হাজার ২শ ৫৩ জন দরিদ্র নারী সুবিধার আওতায় আসবে। উপকার ভোগীর বয়সসীমা ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হরে। পরিবারের কর্মক্ষম, অসচ্ছল, বিধবা,তালাকপ্রাপ্ত,স্বামী পরিত্যক্তা ও ২০১৯-২০২০,২০২১-২০২২ চক্রে ভিজিডি কার্ডধারি ছিলেননা তারাই আবেদন করতে পারবে। যে পরিবারে ১৫-১৮ বছর বয়সের অবিবাহিত মেয়ে আছে ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেওয়া হবে।
ভিডব্লিউবি চক্রের নতুন নাম আসায় কারো পৌষমাস কারো সর্বনাস।মহা ধুমধামে চলছে চেয়ারম্যান, মেম্বার, ও রতি মহারতিদের রমরমা অর্থ বানিজ্য। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য আবেদন কারি জানান, টাকা ছাড়া নাম নেই । প্রতি নামে ৫ থেকে ৭ হাজার করে টাকা উত্তোলন করেছে। এমনকি টাকা নেওয়ার পর নাম প্রকাশে নিষেধ করা হয়েছে বলে জানান।