ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় পরিবেশ ও আইন বিষয়ক প্রশিক্ষণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের নিয়ে মঙ্গলবার এড্ভোকেসি লবি ও নেটওয়ার্কিং, ভূমি পরিবেশ বিষয়ক সামাজিক সংগঠনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও কারিতাসের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কলমাকান্দা সীমান্তবর্তী বরুয়াকোণা মিশন হলরুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন ফাদার ভেরিওয়েল চিসিম। প্রশিক্ষণ সমন্বয়কারী হিসাবে উপস্থিত বিপ্লব ঘাগ্রা (ইসিএলআরসি) সমন্বয়ের রিসোর্স পার্সন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার এআরএফবির চেয়ারম্যান দেলোয়ার খাঁন, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সুমন মানখিন, ডমিনিক রুরাম। এতে প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার সহ আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।