ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা রবি ২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৬,৪০০ জন কৃষকদের মধ্যে উফসী, হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফারুক হোসেন ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ।