ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই আহত

 

 

বারহাট্টা ( নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার বারহাট্টায় আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। লিখিত এজাহারে জানা গেছে, বাঘমারা গ্রামের রামেশ্বরের ছেলে রতন বিশ্বাস ও তার ছোট ছেলে বিমল বিশ্বাসের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে বড় ভাই ছোট ভাইকে খুন জখমের হুমকী দিয়ে আসছিল। সোমবার সকালে রতন বিশ্বাস ও তার ছোট ভাই বিমল বিশ্বাসের মধ্যে নিজ বাড়ীতে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে দা দিয়ে মাথায় কুপ দিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা খুবই আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং বড় ভাই রতন বিশ্বাসকে আটক করে বারহাট্টা থানায় নিয়ে আসেন। মঙ্গলবার তাকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।