মোনায়েম খান, নেত্রকোণা : জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদুল হক খান প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত কুমার সজল, পৌর মেয়র আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মীয় ব্যক্তিবর্গ ও আলোচকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।