মোনায়েম খান, নেত্রকোনা : কাল ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) নেত্রকোনা ট্র্যাজিডি দিবস’। ১৭ বছর আগের এই দিনে (২০০৫ সালে) জেএমবির আত্মঘাতী জঙ্গীরা উদীচীর জেলা কার্যালয়ে বোমা হামলা চালায়। এতে উদীচীর দুই শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আটজন নিহত হন। নিহত অপর ছয়জন হলেন: মোটর গ্যারেজ শ্রমিক যাদব দাস, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিক্সাচালক রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল আবেদীন, গৃহিণী রানী আক্তার ও আত্মঘাতী কিশোর কাফি। হামলায় আহত হন অন্তত ১শ জন। ‘নেত্রকোনা ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটি’ প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৯টা ১৫মিনিটে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯টায় অজহর রোডে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০ থেকে ১০টা ৪৩ মিনিট পর্যন্ত তিন মিনিট রাস্তায় দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন, ১১টায় প্রতিবাদী মিছিল এবং বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গান।