ব্রেকিং নিউজঃ

কলমাকান্দার সীমান্তে ভারতে পাচারকালে ৪৬ লক্ষাধিক টাকার সুপারি জব্দ

 

মো: জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তে চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ২১৬ বস্তা বাংলাদেশী সুপারি জব্দ করা হয়েছে। সোমবার রাতে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী কাঁঠালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২১৬ বস্তা সুপারি জব্দ করেন। যার সিজার মূল্য ৪৬ লক্ষ ৬৫ হাজার ৬০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন ৩১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ ৩৫ জন বিজিবি ও আনসার সদস্যবৃন্দ।