ব্রেকিং নিউজঃ

বডিবিল্ডার শুভ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

 

খেলাধুলা ডেস্ক:  শরীর গঠন প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা খতিয়ে দেখতে, কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

বডিবিল্ডার জাহিদ হাসান শুভ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটি এখন অত্যন্ত আলোচিত বিষয়। আমরা বিষয়টি জেনেছি এবং একটি তদন্ত কমিটি করেছি। সব ফেডারেশনের অনিয়মের তদারকি করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন জানান, মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা এই তদন্ত কমিটির সদস্য। তাদের দ্রুততম সময়ের মধ্যে সবপক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এদিকে আজীবন নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাহিদ। তার দাবি, ক্ষমার চাওয়ার কোনো কারণ নেই।

গণমাধ্যমে তিনি বলেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা। তারা আমাকে কী ব্যান করবে, আমি এই ফেডারেশনকে বয়কট করছি।

উল্লেখ্য, জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।