ব্রেকিং নিউজঃ

মদনে সাংবাদিকদের সাথে সাজ্জাদুল হাসানের মতবিনিময়

মদন (নেত্রকোনা) প্রতিনিধি  : নেত্রকোনার মদনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদ ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। বৃহস্পতিবার বিকেলে মদন উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি পরিতোষ দাস, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, মানবজমিন প্রতিনিধি নূরুল হক রনু, দৈনিক জনতার প্রতিনিধি শামছুল আলম ভূইয়া, যায়যায়দিন প্রতিনিধি আল আমীন তালুকদার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নূরুল আলম কামাল, কালের কন্ঠের প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়।
সভায় সাজ্জাদুল হাসান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে সরকার সাধারণ মানুষের সমস্যর কথা জানতে পারে। এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। মানবতার কল্যাণে এলাকার সমস্যগুলো চিহ্নিত করে বস্তনিষ্ট সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহব্বান জানান তিনি।