ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় শহীদ জান্টু রায়ের মৃত্যু বার্ষিকী উদযাপন

মোনায়েম খান, নেত্রকোণা :  জেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার সকালে জেলা শহরের ছোট বাজারস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জান্টু রায়ের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে ও সাতপাই শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক দেওয়ান রনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাছান খান অভ্রসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখঃ ১লা জানুয়ারি ১৯৭৭ সনের এই দিনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে কমলাকান্দার পাচঁগাও সিমান্তে প্রতিরোধ যুদ্ধে শহীদ হন জান্টু রায়, এই প্রতিরোধ যোদ্ধার মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচিতে পালীত হয়েছে।