মোনায়েম খান ,নেত্রকোণা : ”উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোণা জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর ১২ ঘটিকার সময় জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলা উদ্দিন, এতে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী,জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিরোধ যোদ্ধা বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পৌর মেয়র আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল,সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা প্রমুখঃ এছাড়া রাজনৈতিক সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জেলার প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।