মোনায়েম খান, নেত্রকোণা : নেত্রকোণায় নানা আয়োজনে কালেরকন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ঘটিকার সময় জেলা প্রেসক্লাবের হলরুমে বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মনসুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফকরুজ্জামান জুয়েল, প্রফেসর ননী গোপাল সরকার, প্যানেল মেয়র একে এম মহসিন আলম, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামালেন্দু পাল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ভজন দাস, যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম,ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক্র মিডিয়ার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে কালেরকন্ঠ পত্রিকার নতুন বছরের শুভ সূচনা করা হয়।