বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় কিংবদন্তী আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান সাহেব (৮৪) মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ ৩৬ বছর বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপত্বির দায়িত্ব পালন করেন। শনিবার সকাল ৯:৪৫ ঘটিকার সময় বারহাট্টা স্টেশন রোডের নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। তিনি সৎ ও ভালো মানুষ হিসেবে সর্বমহলে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে বারহাট্টা খেলার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ী বিক্রমশ্রী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।