ব্রেকিং নিউজঃ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি  :নেত্রকোনার কলমাকান্দায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মো. হেলিম মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হেলিম উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। এ ঘটনায় তার ভাতিজা এমদাদুল হক ও চাচি হাবিবা আক্তার নামে দুইজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের সংঘর্ষে হেলিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলিমের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পরে শুক্রবার বিকেলে হেলিমের অবস্থা আবার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।