ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় কিশোরীকে গণধর্ষণ মামলার আসামী লিমন র‌্যাবের হাতে আটক

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার কলমাকান্দায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে কিশোরী গণধর্ষণ মামলার মূলহোতা লিমনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। ধর্ষণের ঘটনার পর লিমন মিয়া ওরফে বাব্বা (২০) পালিয়ে ছিল। (১৬ জানুয়ারি) নেত্রকোনা জেলার সদর থানাধীন বটতলা মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। উল্লেখ্য, গত (২৮ ডিসেম্বর) উপজেলার খারনৈ ইউনিয়নে ওয়াজ মাহফিল শুনতে খালার বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। পরে (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে ওয়াজ শুনে বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় ওই ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলা রজুর পরপরই থানার ওসি আবুল কালাম পিপিএম এর নেতৃত্বে রুবেল মিয়া ও শাহ আলম নামে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামিরা হলেন- লিমন মিয়া ওরফে বাব্বা (২০), রুবেল মিয়া (২২), শাহ আলম মিয়া (৩২)।