কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ মুক্ত করতে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম। নেত্রকোনার কলমাকান্দা থানায় যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে অপরাধ নির্মূলে তিনি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে আইনশৃঙ্খলায় সাফল্য আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ওসি বলেন, উঠান বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা উন্নয়ন ও পুলিশি সেবা বৃদ্ধি পাবে। জঙ্গীবাদ ও মাদকের ক্ষতির দিকগুলো তুলে ধরে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছি। তাছাড়া সন্ত্রাসীদের কখনোই ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া হেলাল হত্যাকান্ডের ঘটনায় সীমান্ত এলাকা নজরদারি রয়েছে বলেও তিনি জানান।