ব্রেকিং নিউজঃ

নেত্রকোণা আইনজীবি সমিতি নির্বাচনে প্রচার প্রচারণায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ

 

মোনায়েম খান, নেত্রকোণা : আসছে আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার নেত্রকোণা জেলা আইনজীবি সমিতি নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে জেলা আইনজীবি সমিতির মনোনীত প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এর প্রচার প্রচারণায় জেলা উপজেলাসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করছেন। এরেই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নেত্রকোণা জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে আলোচনায় অংশগ্রহন করেন। জেলা আইনজীবি সমিতির মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের প্যানেলে ১৫ জন প্রার্থী রয়েছেন ১.সভাপতি হিসেবে এডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য্য, ২.সহ-সভাপতি হিসেবে এডভোকেট এ.কে এম নূরুদ্দীন নয়ন, ৩.সহ-সভাপতি পদে এডভোকেট নিরঞ্জন চন্দ্র পাল, ৪.সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এডভোকেট মহিদুর রহমান তাং লিটন, ৫.যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মোঃ দিদারুল হক, ৬.সহ সম্পাদক পদে এডভোকেট আরিফুজ্জামান রনি, ৭.লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট কিশোয়ার শিম্মী, ৮.সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এডভোকেট মোঃ মোজাহিদ হোসেন, ৯.অডিটর পদে এডভোকেট সৈয়দ রফিকুল আলম (জাহাঙ্গীর) ১০.বিনোদন ও খেলাধুলা পদে এডভোকেট ফজলে রাব্বী খান, ১১.সম্মানিত সদস্য পদে এডভোকেট মীর্জা মোহাম্মদ হুমায়ুন কবির, ১২.সম্মানি সদস্য পদে এডভোকেট মোঃ মোশারফ হোসেন শুভ, ১৩.সম্মানিত সদস্য পদে এডভোকেট তাপস চন্দ্র সরকার, ১৪.সম্মানিত সদস্য পদে এডভোকেট ইউসুফ আলী হুমায়ুন, ১৫. সম্মানিত সদস্য পদে রয়েছেন এডভোকেট আনিসুল হক শরীফ। প্যানেলের সকলেই আইনজীবি সমিতির নির্বাচনে বিজ্ঞ আইনজীবি বন্ধুদের কাছে মূল্যবান ভোট কামনা করছেন।