মোনায়েম খান ,নেত্রকোণা : জেলার সদর উপজেলার মিলন উচ্চ বিদ্যালয় বাঁশাঢী এর নানা আয়োজনে শনিবার দুপুরে ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ড. জাফর ইকবাল অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাবেক যুব ও ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মিলন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জি এম পাঠান খান বিমল ও পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল খান, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইউসফ আলীসহ স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।