মোনায়েম খান নেত্রকোনা :বিদ্যাময়ী মাতা বীণাপানি আসছে ধরত্রীতে পলাশফুল আর বিল্বপত্রের বরণঢালায় কল্যাণময়ী মায়ের শ্রী পাদ-পদ্মে জানাই পুষ্পঞ্জলী। বিদ্যার দেবী সরস্বতী পূঁজাকে সামনে রেখে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক নানা আয়োজনে নেত্রকোনায় চলছে পূজা অর্চনা। জেলা শহরের নিউটাউনের বড় পুকুর পাড়ে কংশবীনা সংঘ পূজার আয়োজন করে। সংগঠনের সভাপতি যশ সাহার নেতৃত্বে চলে পূজা অর্চনা। এ সময় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক বিশাল সাহা, উপদেষ্টা বিশ^জিৎ সাহা, সুজিৎ কুমার দে, অন্তর মজুমদার,অয়ন মজুমদার, অঞ্জন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন ঠাকুর হিসেবে ছিলেন- মিঠুন চক্রবর্তী। সরস্বতী পূঁজাকে সামনে রেখে প্রতিমা তৈরী করে সাজসজ্জা, আলোকসজ্জা, পূজা অর্চনা,অঞ্জলী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজারিরা। জেলা শহরের সাতপাই, নাগড়া, পালপাড়া, ছোট বাজার, বড় বাজার ও জয়নগরসহ শেখ হাসিনা বিশ^বিদ্যালয়, নেত্রকোনা সরকারি কলেজ, মহিলা কলেজ, দত্ত উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, আদর্শ শিশু বিদ্যালয় এবং বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে নানা আয়োজনে চলছে পূজা অর্চনা।
জানা যায়, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক সব মিলিয়ে নেত্রকোনায় এ বছর প্রায় দুই হাজারের মতো স্থানে সরস্বতী পূঁজা উদযাপিত হয়েছে।