ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে বসত বাড়িতে হামলার অভিযোগ 

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ  গাজীপুরের টঙ্গীতে একটি বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার রাতে পূর্ব আরিচপুর শাহী মসজিদ এলাকায়।
এ ঘটনায় বাড়ির মালিক পাপিয়া বেগম পরদিন বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে এক দল দূবৃত্তরা রামদা ও লাঠি দিয়ে ওই বসত বাড়িতে ভাংচুর চালায়। এসময় বাড়ির মালিক পাপিয়া বেগমের ঘরে থাকা এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার লুটে নিয়ে পালিয়ে যায়।
 বাড়ির মালিক পাপিয়া বলেন, স্থানীয় যুবক রানার সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে।গতকাল রানাসহ জুয়েল,ফাহিম,সাজ্জাদ,সাব্বির,রাসু ও সুমন ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে ঘরের ভেতর ও বাইরে ভাংচুর চালায়।থানায় অভিযোগ করেছি।
  টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনার পুলিশ গিয়েছিলো। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।