মোনায়েম খান, নেত্রকোনা : নেত্রকোণা আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে রোববার বিকালে পৌর শহরের পুরাতন হাসপাতাল রোড আঞ্জমান মফিদুল ইসলামের মিলনায়তনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমান মফিদুল ইসলামের সহ-সভাপতি এডভোকেট লিয়াখত আলী খান ও পরিচালনা করেন আঞ্জুমান মফিদুল ইসলামের সম্পাদক মোঃ মাহাবুব উল্লাহ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মীর্জা আজিজুল হক, ক্রিয়েশান স্কুলের প্রধান শিক্ষক শাহানা আক্তার হোসেন,এডভোকেট লুৎফুন্নেহার আক্তার,আঞ্জুমান মফিদুল ইসলামের কোষাধ্যক্ষ অলি উল্লাহ খান, মোঃ কাউছার আহম্মেদসহ আঞ্জুমান মফিদুল ইসলাম ও ক্রিয়েশান স্কুলের শিক্ষক বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।