স্টাফ রিপোর্টার, টঙ্গী: টঙ্গী পূর্ব থানা ৫৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনারকলি রোড এলাকায় অনুষ্ঠিত সভায় ওয়ার্ডের কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমন।
পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব সফিউদ্দিন সফি, জিএস স্বপন, বেনজির আহমেদ পিন্টু, নূর-ই- মোস্তফা খান, কাজী শাহীন, আব্দুল কাদির মোল্লা, শিশির সরকার, স্বপন মিয়া, রিগান রহমান, ইসমাইল হোসেন নিরব, সিদ্দিকুল্লাহ, মিজানুর রহমান, অনিক ও রিসাল প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী জুলুমবাজ সরকারকে হঠাতে আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। সরকার পতন আন্দোলনের ডাক যখনই আসবে, তখনই সবাইকে রাজপথের আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।