মোনায়েম খান ,নেত্রকোণা : মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে “ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট” কর্তৃক মোহনগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই “মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ, মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আলাকুল হোসাইন আহমেদ” এর (বর্ধিত সংস্করণ) মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার ১০ ফেব্রয়ারী ২০২৩ মোহনগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাজ্জাদুল হাসান সাবেক সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, আটপাড়া কেন্দুয়া স্থানীয় এমপি অসীম কুমার উকিল, অধ্যাপক ড. গোলাম কবির উপাচার্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, নেত্রকোণা পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোঃ নুরুল আমিন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।