ব্রেকিং নিউজঃ

রৌমারীতে আওয়ামী লীগ-বিএনপি’র শান্তিপুর্ণ সমাবেশ পালন

 

 

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা :রৌমারীতে আওয়ামী লীগ ও বিএনপির পৃথক পৃথক ভাবে শান্তিপূর্ণ সমাবেশ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় স্ব-স্ব দলীয় অফিস কার্যালয়ের সামনে এ শান্তিপূর্ণ সমাবেশে করেন তারা।
সরকার দলের কেন্দ্রীয় নির্দেশ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, বিএনপি জামায়াত দেশব্যাপী সন্ত্রাস ও সরকার বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্যের সৃষ্টি করে এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি । বিএনপির সমাবেশে যাতে দেশের মানুষের কোন ক্ষতি না হয়, সে দিক লক্ষ করে সকল নেতা কর্মিদের সতর্ক থাকার জন্য নির্দেশনাদেন তিনি।
অপরদিকে রৌমারীতে বিদ্যুৎ, তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্য পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পনুরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে বিএনপির ইউনিয়নসহ উপজেলার নেতাকমীরা এ শান্তিপূর্ণ সমাবেশে করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনজু বলেন, আওয়ামী লীগের একতরাফা রাজনীতি, বিভিন্ন প্রশাসনের মাধ্যমে বিএনপিকে দমানোর চেষ্টা এবং বিদ্যুৎ, তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্য পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পনুরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে বিএনপির ইউনিয়নসহ উপজেলার নেতাকমীরা এ শান্তিপূর্ণ সমাবেশ করা হয়েছে। বক্তারা দলীয় নেতাকর্মিদের উৎসাহিত করেন।
রৌমারী থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দু’দলের শান্তিপূর্ণ সমাবেশে শেষ করেছে।