মোনায়েম খান ,নেত্রকোণা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আধুনিক সব পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর গৃহীত সিদ্ধান্তের কারণেই দেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে চলছে। শনিবার সকালে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর হায়দার ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সযোগ্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উদীচির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।