ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় পুলিশ প্রশাসনের সুধী সমাবেশ

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদাতাঃ কলমাকান্দায় পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থানা চত্ত¡রে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ অহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ভাইচচেয়ারম্যান আফরোজা আক্তার শিমু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, ব্যবসায়ী সমিতির সভাপতি কাজল দে ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া প্রমুখ।