বারহাট্টা নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি রুকুনুজ্জামান খান, সহকারি কমিশনার (ভ‚মি) সানজিদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুল হক, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, সাংবাদিক রুকুনুজ্জামান খান, লতিবুর রহমান খান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে ঘোষনা মোতাবেক দেশের কোন গৃহহীন ও ভ‚মিহীন থাকবেনা। তারই ধারাবাহিকতায় মানবিক উপজেলা নির্বাহী অফিসার এম.এস. মাজহারুল ইসলাম বারহাট্টা উপজেলা ১ম পর্যায়ে ২৫টি, ২য় পর্যায়ে ৪৫টি, ৩য় পর্যায়ে ৩০টি, ৪র্থ পর্যায়ে ৮০টি সর্বমোট ক শ্রেণির ১৮০টি গৃহ প্রদান করে বারহাট্টাকে ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন। ।