ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা

 

বারহাট্টা নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার বারহাট্টায় “সচেতন চাষী, সমৃদ্ধি কৃষি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বারহাট্টা কষি অফিস ও সিনজেন্টার উদ্যোগে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম খান অপু, সিনজেনটার জোনাল সেলস ম্যানেজার মোঃ সাজ্জাদ হায়দার খান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কামাল হোসেন, প্রোডাক্ট সিকিউরিটি ম্যানেজার মোঃ জামাল হায়দার, এস.ইউ.এল আফিুজ্জামান আরিফ, রায়পুর ইউনিয়নের কৃষি উপসহকারি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বারহাট্টা বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক আসমত আলী মোল্লা, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ।