ব্রেকিং নিউজঃ

নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার বইমেলায় দ্বিতীয় দিনে আলোচনা সভা

 

মোনায়েম খান, নেত্রকোণা : “স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ পড়ো বই গড়ো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই মেলা। নেত্রকোণা সাধারণ গন্থাগার এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলায় মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ – সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, এতে পরিচালনা করেন চিন্ময় তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক কবি আনোয়ার হাছান, জেলা শিকড়ের সভাপতি রফিকুল ইসলাম আপেল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, ছড়াকার সাংবাদিক সঞ্জয় সরকার, কবি তানভীর জাহান চেীধুরী, কবি জনপদ চেীধুরী প্রমুখঃ এছাড়া বই মেলায় কবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বকুলতলার বই মেলায় বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও তা বিক্রি হচ্ছে। এই নিয়ে আয়োজকদের সাথে কথা বলে জানা যায় তাদের উদ্দেশ্য বিভিন্ন শ্রেণ্রী পেশার মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা । এর মধ্যে মেলার প্রাঙ্গণে দেখা গেছে শতশত বই প্রেমী নারী পুরুষ সমবেত হচ্ছে ও স্টল থেকে বই ক্রয় করছে । এটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিনভর চলছে কবিতা আবৃত্তি, ছড়া,দেশাতœবোধক গান, নৃত্য অনুষ্ঠান।