ব্রেকিং নিউজঃ

বারহাট্টায় প্রতিপক্ষের হামলা, আহত-২

 

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- জয়পতাক গ্রামের মোঃ অলিউল্লাহর স্ত্রী মোছাঃ মিতু আক্তার, হারেছ মিয়ার ছেলে মোঃ সজীব মিয়া। হামলায় আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এ হামলার ঘটনায় মোছাঃ মিতু আক্তারের স্বামী মোঃ অলিউল্লাহ বাদী হয়ে বারহাট্টা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বাদী ও বিবাদীগণ পরস্পর আত্মীয় ও পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে জয়পতাক গ্রামের মৃত কিতাব আলী ছেলে মোঃ কমল মিয়া গরু বাছুর দিয়ে মোঃ অলিউল্লাহর বর্তমান ইরি ফসলের ব্যাপক ক্ষতি করে আসছিল। মোঃ অলিউল্লাহ স্ত্রী মোছাঃ মিতু আক্তার ক্ষতির কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথার কাটা-কাটির হয়। এক পর্যায়ের কমল মিয়ার ডাকে তার পরিবারের অন্যান্য লোকজন দলবদ্ধ ভাবে এসে মোঃ অলিউল্লাহর পরিবারের লোকজনের উপর এ হামলার ঘটনা ঘটায়।
বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ অলিউল্লাহর নিকট থেকে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।