মোনায়েম খান, নেত্রকোনা : অর্থমন্ত্রনালয়ের জাতীয়করণকৃত প্রাথমিক শেক্ষকদের উত্তোলিত টাইমসেস্কল ফেরত প্রদানের নির্দেশ পত্র বাতিল, প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন, পদোন্নতিসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারক লিপি জমা দেওয়া হয়। নেত্রকোনা সদর উপজেলা পরিষদ থেকে মিছিল করে জেলা প্রশাথমিক শিক্ষক সমিতি জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং স্মারক লিপি জমা দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আবুল বাসার তালুকদার, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রশিদ খানসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।