ব্রেকিং নিউজঃ

নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সাংবাদিকদের ওরিয়েন্টেশন

 

মোনায়েম খান, নেত্রকোনা:  সোমবার দেশে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পালিত হবে। এ উপলক্ষে রোববার সিভিল সার্জন কার্যালয়ের ইপিই ভবনে জেলা সাংবাদিকদের ওরিয়েন্টেশনের আয়োজন করে নেত্রকোনা স্বাস্থ্য বিভাগ। নেত্রকোনার ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লোহের সভাপতিত্বে ও সিভিল সার্জ কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা সরকারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, সাংবাদিক শেখ খলিলুর রহমান সহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন প্রমুখ।