ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা :কলমাকান্দায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল খালেক তালুকদার ও ইউএনও আসাদুজ্জামান, নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, ওসি আবুল কালাম আজাদ পিপিএম ও খোকন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম ও সম্পাদক পলাশ কান্তি বিশ^াস, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক সোহেল রানা ও যুগ্ম আহŸায়ক আওয়াল মিয়া, উপজেলা কৃষকলীগের আহŸায়ক আনিসুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, উপজেলা উলামা লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।