ব্রেকিং নিউজঃ

কলমাকান্দা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা

কলমাকান্দা, নেত্রকোণা-প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা পরিষদ হলরুমে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কলমাকান্দা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, ওসি (তদন্ত) খোকন কুমার সাহা প্রমুখ।