কলমাকান্দায় ৭দিন ব্যাপী দোল পূর্ণিমা ও মেলা উৎসব অনুষ্ঠিত

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : কলমাকান্দা উপজেলার দুই শতাদিক বছরের পুরোনো সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের গোপাল বাড়ি চেংনীতে ৭ দিন ব্যাপী দোল পূর্ণিমা ও পূজার উদ্ভোধন। উক্ত মেলা উদ্ভোধন করে স্থানীয় সাংসদ এমপি মানু মজুমদার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পূজা, মেলা কমিটি সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে চেংনী গোপাল বাড়ি মেলা বসে। দোল পূণিমা উৎসব ও মেলাকে ঘিরে আনন্দে মেতেছে নেত্রকোণা জেলা বাসী। শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পূজারীরা। এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা। লেংগুরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহামন বলেন, আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে ৭দিন ব্যাপী এই মেলা চলবে। মেলা কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা যেন না ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে আমরা কাজ করছি। থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা আসেন। মেলা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক পুলিশ টহল চলমান আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।