কলমাকান্দা, নেত্রকোণা সংবাদদাতা : কলমাকান্দায় নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এপির মিলায়তনে এক আলোচনা সভা শেষে হতদরিদ্র ১২৯ পরিবার মাঝে গরু ও ৪১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, এপির ম্যানাজার পরিতোষ রেমা, সাংবাদিক ফখরুল আলম খসরু, ইত্তেফাক সংসাদদাতা জাফর উল্লাহ প্রমুখ।