জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগের আওতাধীন রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার রংপুরের আরডিআরএস মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. আসাদুজ্জামান ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সকল স্তরের নির্বাহী-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
এর আগে গত শুত্রুবার দিনাজপুরের দশমাইল সড়ক সংলগ্ন একটি মিলনায়তনে রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।