মোনায়েম খান, নেত্রকোণা : নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সোমবার দুপুরে ৬তলা উপর থেকে লাপিয়ে পড়ে ১৩ বছরের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। চিরকুটে বাসার মালিকের স্ত্রী ও স্বামীর নামে মৃত্যুর জন্য দায়ি চিরকুট লিখে যাওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে রহস্য। সরজমিনে গিয়ে জানা যায় শহরের জয়নগর দক্ষিণ পাড়া এলাকার মাসুদুর রহমানের বাসায় ঔষধ ব্যবসায়ী অসিত কুমারের গৃহকর্মী সৃষ্টি রানী (১৩) শিশু কাল থেকে কাজ করে আসছে। সোমবার দুপুরে পাশের ৬ তলা বিশিষ্ট পুলিশের এস আই অলিউল্লাহর বাসার উপর থেকে পড়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই নিয়ে বাসার মালিক ১.মাসুদুর রহমান মানিক তার স্ত্রী ছালমা আক্তার, সৃষ্টি সাহা ও তার স্বামী অসিত কুমার সাহাসহ এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় পাশের ৬তলা বিল্ডিং এর মালিক এস আই অলিউল্লাহর ঢাকায় চাকুরি করেন। তার বাসায় গৃহকর্মী কিভাবে গেল এবং লাপিয়ে পড়ে মৃত্যু হল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যপারে মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মামুন বলেন লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।