ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় অবৈধ ভাবে মাটি উত্তোলনে ভ্রাম্যমান আদালতে ড্রেজার ধ্বংস

 

মোনায়েম খান ,নেত্রকোণা : নেত্রকোনার কলমাকান্দায় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার ধ্বংস করা হয়েছে। রবিবার বিকালে ইউএনও আসাদুজ্জামান নিজে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অভিযুক্ত সুরুজ মিয়া পালিয়ে যাওয়ায় তাকে জরিমানা করা সম্ভব হয়নি। রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের বদ্যিগাঁও গ্রামের মহাদেও নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে জনসাধারণের কাছে বিক্রি করছে সুরুজ মিয়া। সে বদ্যিগাও গ্রামের ফজর মিয়ার ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান ফজলু মিয়ার ছোটভাই। স্থানীয় ভাবে প্রভাব খাটিয়ে এলাকায় নদের মাটি বিক্রি করছেন। এতে নদের পাড়ের বসবাসরত ঘরবাড়ি ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও। খবর পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এসময় মাটি উত্তোলনের যন্ত্রপাতিসহ ড্রেজার ভেঙে দেওয়া হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।