ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় লড়ি দূর্ঘটনায় হেলপার শাহ আলমের মৃত্যু

 

কলমাকান্দা, (নেত্রকোণা) সংবাদদাতাঃ- কলমাকান্দা উপজেলায় মঙ্গলবার লড়ি দূর্ঘটনায় হেলপার শাহ আলম (৩২) মৃত্যু হয়েছে। শাহ আলম কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের বাবুল মিয়ার ছেলে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক ৩টার দিকে কলমাকান্দা হতে ইট বুঝাই লড়ি নিয়া বিশরপাশা গিলাচুকা ব্রীজে গেলে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী হেলপার শাহ আলম ও চালক রতন মিয়াকে উদ্ধার করে। লড়ির চালক রতন কলমাকান্দা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এর সত্যতা স্বীকার করেছেন।