ব্রেকিং নিউজঃ

মোহনগঞ্জে সোহাগ চেয়ারম্যানের অত্যাচারে এলাকাবাসীর মানববন্ধন

 

মোনায়েম খান নেত্রকোণা :  জেলার মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদার ও তার বড় ভাই অলি উল্লাহর অত্যাচারের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার মোহনগঞ্জ সৌখিন কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধনে অংশ নেন উপজেলার কলুংকা গ্রামের নারী পুরুষ সহ পাঁচ শতাধিক জনতা। মানববন্ধনে বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বড়তলী বানিয়াহারী ইউনয়নের চেয়ারম্যান সোহাগ তালুকদার ও তার বড় ভাই অলি উল্লাহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। গ্রামের মহিলারা বাজার করে পুরুষেরা বাহির হলে তাদের মারধোর করে প্রায়ই আহত করছে। সম্প্রতি জাহাঙ্গির ও মামুন নামে দুজনকে সামাইকোনা মোড়ে সোহাগ চেয়ারম্যনের চেম্বারের সামনে হামলা করে আহত করে ও দুটি মোটর সাইকেল ভেঙ্গে পেলে। অবৈধ ভাবে অর্জিত শত কোটি টাকার মালিক বিএনপি সরকারের সময়ে নিয়োগ কৃত সিপাই এখন এস আই অলি উল্লাহ সে এলাকার ডন । তার ভাই সোহাগ চেয়ারম্যানকে দিয়ে এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে।এর বিচার চেয়ে মানবন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্বারক লিপি প্রদান করে। উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল জানান,কলুংকা গ্রামের অসংখ্য মানুষ সোহাগ চেয়ারম্যান ও তার ভাই অলি উল্লাহর নির্যাতনের শিকার হয়ে প্রায়ই বিচার চাইতে আসে । উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি জানান, কলুংকা গ্রামের সাধারণ মানুষ অলি উল্লাহ ও তার ভাই ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদারের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে স্বারক লিপি জমা দিয়েছে । বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*