নেত্রকোণা প্রতিনিধি : জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়াম্যান পদে আওয়ামীলীগ থেকে মোঃ আব্দুর রহমান মনোনয়ন পত্র বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ হোসনে আরা হাতে জমা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খানসহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায় ইউপি চেয়ারম্যান সেলিম আজাদ এর মৃত্যুতে এই পরিষদে উপনির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চার জন পার্থী নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ হতে মোঃ আব্দুর রহমান, স্বতন্ত্র হতে মোঃ নাসির উদ্দিন রানা, মোঃ দৌলত মিয়া, খন্দকার আজিজুর রহমান।