ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতাঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে চলাচলের অনুপযোগী বিভিন্ন রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া। গত একসপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে স্থানীয়দের সহযোগীতায় ভাঙাচোরা রাস্তা সংস্কার করছেন তিনি। রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই ইউনিয়নের বটতলা বাজার থেকে শিবপুর মাদরাসা পর্যন্ত ২০০ শতাধিক মানুষ মিলে রাস্তা মেরামতের কাজ করছে। ভেঙ্গে যাওয়া রাস্তায় মাটি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা। এ পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। অনেক রাস্তা এখন চলাচলের উপযোগী হয়ে ওঠেছে। স্থানীয়রা জানান, গত বৎসরের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে রাস্তা ভেঙ্গে চলাচলে মানুষের কষ্ট হচ্ছিল। এতে দুর্ভোগ পোহাচ্ছিলেন গ্রামের হাজার হাজার মানুষ। অবশেষে সরকারি পর্যাপ্ত পরিমাণ বরাদ্ধ না পাওয়ায় লেংগুড়া ইউপি চেয়ারম্যান ও এলাকার সর্ব স্তরের লোকজনের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করা শুরু হয়েছে। স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত হওয়ায় মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া যাতায়াত সহজ হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, গত পাহাড়ি ঢলে বিভিন্ন রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছিল। যেসব রাস্তা এখনো গর্ত রয়েছে, সেখানে ইউনিয়ন বাসীর সহযোগীতায় স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করা হচ্ছে। আশা করছি দ্রæতই রাস্তার সংস্কার কাজ শেষ হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*