মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতাঃ কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪৪ বোতল মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার চিনাহালা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মৃত ফজলু মিয়ার ছেলে মো. আলামিন (২৬) ও গুল মাহাজনের ছেলে ফরহাদ (২৮)। তাঁরা দু’জনেই উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা গ্রামের বাসিন্দা। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই জুনেব খান, আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নিয়ে, উপজেলা সদর ইউনিয়নের চিনাহালা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৪ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, আসামিদের মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।