কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোণার কলমাকান্দায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরনে আগুন লেগে ৩টি মুদির দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত ৯টায় কলমাকান্দা ইউনিয়নের পশ্চিম বাজার (ড্রেইন পাড়) এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জাকির হোসেন জানান রাত ৯ টায় হাবিব মিয়ার বসত ঘরে গ্যাস সিলেন্ডারে রান্না করার সময় আগুন ধরে যায়। এতে করে পাশে থাকা ৩টি মুদির দোকান ও ৩টি বসত ঘর পুড়ে ভ‚স্মিভ‚ত হলে আনুমানিক ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম জানান আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও এলাকারবাসীর লোকজন আগুন নিভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থরা হলেন হাবিব মিয়া, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম।