কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা : জেলার কলমাকান্দায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান অর্ক সাহা রায় (১১), বাই সাইকেলে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে অটো রিক্সার ধাক্কায় মারাত্মকভাবে আহত হলে বাজারের লোকজন কলমাকান্দা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে কলমাকান্দা বাজারের ক্ষিরদীশ সাহা রায় এর পুত্র।