ব্রেকিং নিউজঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় 

জহিরুল আলম লিটন,  (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নব নিযুক্ত কমিশনার (ডিআইজি) মাহবুব আলম বিপিএম (বার), পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান লতা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান এবং পূবাইল থানা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা মো. আইউব আলী ফাহিম।
সোমবার (২৬ জুন) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে  শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন  পুলিশের সাবেক  পুলিশ অফিসার ও অভিনেতা ও পরিচালক আশরাফুল আলম।গাজীপুর মেট্রোপলিটনের অন্যান্য অফিসারগণ। বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম। তাঁর বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগ দেন।
গত বছরের মে মাসে ডিআইজি পদে পদোন্নতি পান মাহবুব আলম। এরপর তাঁকে এপিবিএনের ডিআইজি করা হয়।এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে মাহবুব আলম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার ছিলেন। তিনি তাঁর কর্মজীবনে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিদেশে মিশনসহ গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*