ব্রেকিং নিউজঃ

এইচএসসিতে ফের রেজিস্ট্রেশন শুরু ১ সেপ্টেম্বর

প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে ফের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী ফরম পূরণ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যে সব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরমপূরণ যথাসময়ে করতে পারেনি তাদের আগামী ১ সেপ্টেম্বর হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরমপূরণ করতে পারবে। সোনালী সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*