কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বুধবার ২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালে ২৬ জুলাই নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পাক সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধে ৭ জন শহীদ হন। এই রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর পক্ষে কোম্পানী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক তারা নেতৃত্ব দেন। এ যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদরা হলেন ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নুরুজ্জামান, বিজেন্দ্র চন্দ্র বিশ^াস ও জামাল উদ্দিন। এ উপলক্ষে আজ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নাজিরপুর শহীদদের সমাধিস্থল স্মৃতি সৌধে পুষ্পস্তবক অপর্ণ, লেংগুড়া শহীদদের কবরস্থানে মিলাদ মাহফিল ও মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকস্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার সুধীজন উপস্থিত থেকে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবেন।